স্মারক নং:কিউআইএসআই/একা/২০১৪/৫৬ তারিখ:০৬/০৫/২০১৪
অফিস নোটিশ
এত দ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল টেকনোলজির সকল পর্বের ছাত্র-ছাত্রীদের বিশেষভাবে অবগত করানো যাইতেছে যে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি মোতাবেক (সূত্র:-বাকাশিবো/টেক্স/২০১৪/ তারিখঃ৩০/০৪/২০১৪ ও (সূত্র:-বাকাশিবো/(প-২)৫৮৫(পার্ট-৫)/৯২৭ তারিখঃ০৪/০৫/২০১৪ ) আগামী ১৯/০৬/২০১৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার হইতে বোর্ড নির্ধারিত কেন্দ্রে তাহাদের পর্ব সমাপনী পরীক্ষা শুরু হইবে। এই মর্মে আগামী ০৬/০৫/২০১৪ ইং তারিখ হইতে ১১/০৫/২০১৪ইং তারিখের মধ্যে পরীক্ষার ফরমপূরণের ফিস বাবদ নিন্মোল্লিখিত হারে সমুদয় বকেয়া বেতন সহ প্রতিষ্ঠানের হিসাব বিভাগে জমা প্রদান করিয়া রশিদ সংগ্রহের জন্য নির্দেশ প্রদান করা হইলো।
১ম ও ৩য় পর্বের জন্য | ||
ক্রমিক | বিবরণ | ফিসের পরিমাণ |
১. | পরীক্ষার ফি | ২২৫/= |
২. | কেন্দ্র ফি | ৪৫০/= |
৩. | নম্বরপত্র ফি | ৫০/= |
৪. | ব্যবহারিক পরীক্ষার ফি | বিষয়সংখ্যা ×২৫/= |
৫. | অন্যান্য | 200/= |
আরও নির্দেশ প্রদান করা যাইতেছে যে, অনলাইনে পূরণকৃত ফর্মের হার্ডকপিতে আগামী ১২/০৫/২০১৪ইং তারিখে স্ব-স্ব বিভাগে সংরক্ষিত ফর্মে স্বাক্ষর প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হইলো। নির্দিষ্ট সময়ের মধ্যে স্বাক্ষর না করিলে ফরমপূরণ বাতিল হইয়া যাইবে।
|
বি:দ্র: পরীক্ষার বিস্তারিত সময়সূচী যথাসময়ে জানিয়ে দেওয়া হইবে।
সদয় অবগতির জন্য প্রেরিত হইল:
- পরিচালক, কামরুলইসলামসিদ্দিকইনষ্টিটিউট, কুষ্টিয়া।
- সমন্বয়কারী, কামরুলইসলামসিদ্দিকইনষ্টিটিউট, কুষ্টিয়া।
- প্রশাসনিককর্মকর্তা, কামরুলইসলামসিদ্দিকইনষ্টিটিউট, কুষ্টিয়া।
- হিসাববিভাগ, (ক্যাম্পাস পদ্মা ও ক্যাম্পাস কাঙাল হরিনাথ)কুষ্টিয়া।
- বিভাগীয়প্রধান, সকলটেকনোলজি, কামরুলইসলামসিদ্দিকইনষ্টিটিউট, কুষ্টিয়া।
|
অফিসনথি।
- নোটিশবোর্ড ((ক্যাম্পাস পদ্মা ও ক্যাম্পাস কাঙাল হরিনাথ)।