আমরা কিউআইএসআই গুরুকুল (ইংরেজি: QISI Gurukul ]: একটি ইঞ্জিনিয়ারিং টেকনোলোজি বিষয়ক শিক্ষা প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর শিক্ষা মন্ত্রণালয় এর আতাধীন কারিগরি শিক্ষা বোর্ড এর অধিভুক্ত। এই প্রতিষ্ঠানটিতে সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার, টেক্সটাইল, মেকানিক্যাল, আর্কিটেকচার, কেমিক্যাল, অটোমোবাইল, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, ফুড, এনভায়রনমেন্টাল, গার্মেন্টস সহ বিভিন্ন বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা ও বিভিন্ন মেয়াদের শর্ট কোর্স করানো হয়।
ওয়েব: http://qisi.edu.bd/
ফেসবুক: https://www.facebook.com/Gurukul.Institute.QISI