![সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না : শিক্ষামন্ত্রী 1 Dr. Dipu Moni [ ডা. দীপু মনি ]](https://qisi.edu.bd/wp-content/uploads/2021/12/Dr.-Dipu-Moni.jpg)
সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না – বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন – আমরা চাই প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসে। সেটির ব্যবস্থা করা হচ্ছে।
১২ বছরের কম বয়সী শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
আজ রাজধানীর একটি কলেজের রজতজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী আরো বলেন, করোনা সংক্রামণ বাড়লে শিক্ষা ব্যবস্থার ক্ষতিটাই সবচেয়ে বেশি হবে। সন্তানদের কথা মাথায় রেখে আমাদের প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সামনের দিনগুলোতে নতুন কারিকুলাম শুধু পরীক্ষা ও সনদ নির্ভর শিক্ষাকার্যক্রম হবে না, শিক্ষা হতে হবে দক্ষতা নির্ভর। শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য, আধুনিক প্রযুক্তি নির্ভর মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সূত্র : ঢাকা, ৮ জানুয়ারি, ২০২২ (বাসস)
2 Comments to “সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চায় না : শিক্ষামন্ত্রী”